insta logo
Loading ...
×

বিনামূল্যে বিদ্যুৎ! রাজভবন অভিযান

বিনামূল্যে বিদ্যুৎ! রাজভবন অভিযান

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার বসানোর বিরোধিতা, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থালী গ্রাহকদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, এবং লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায়ের পরিবর্তে জমা টাকার উপর সুদ ফেরতের দাবিতে ২ সেপ্টেম্বর রাজভবন অভিযান ডাক দিয়েছে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)।

এই দাবিগুলিকে সামনে রেখে এবং রাজভবন অভিযানের প্রস্তুতি হিসেবে রবিবার পুরুলিয়া শহরের জেলখানা মোড়ের কে.ডি.এম. কলেজে বিদ্যুৎ গ্রাহকদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অ্যাবেকার পুরুলিয়া জেলা সভাপতি অশোক নাগ। মূল বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন শহর কমিটির সম্পাদক প্রদীপ মিত্র, জেলা কমিটির সহ-সভাপতি গৌতম হাটি ও দয়াময় ভট্টাচার্য।

নারায়ণবাবু তার বক্তব্যে গ্রামে গ্রামে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান এবং রাজ্য জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

Post Comment