নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
রাজ্য স্কুলশিক্ষা দফতরের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড’-এর প্রথম স্তরের পরীক্ষা রবিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনে।
জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষা ঘিরে সকাল থেকেই কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের চোখে পড়ার মতো ভিড় দেখা যায়।
এই দিন মোট ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১ জন। অনুপস্থিত ছিল ১৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালীন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে গভীর আগ্রহ ও উৎসাহ চোখে পড়ে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন মানবাজার ৩ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিং এবং মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র। তাঁরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।











Post Comment