নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবনায় প্রতিষ্ঠিত করতে মেধা অন্বেষণ অভিক্ষা আয়োজিত হলো। রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে পুরুলিয়ার বলরামপুর বংশীধর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ মেধা অন্বেষণ অভিক্ষা আয়োজিত হয়। বলরামপুর বিদ্যালয় চক্রের বিভিন্ন বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর মোট ১০০ জন ছাত্র-ছাত্রী এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পরীক্ষা চলে। এদিন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বলরামপুর ব্লকের আহ্বায়ক জয়ন্তকুমার পরামানিক জানান, ” নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে এই মেধা অন্বেষণ অভিক্ষা। রাজ্যে ১ হাজার ২২৭ টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ লক্ষ ১০ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।” বলরামপুর বিদ্যালয় চক্রে ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
Post Comment