নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিজয়ার সকালেই ঘটে গেল মর্মান্তিক দুঘর্টনা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বলরামপুর–বাঘমুন্ডি রাজ্য সড়কের ডাভা গ্রামের অদূরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম শ্রীপতি হেমব্রম (৩০)। তার বাড়ি বলরামপুর থানার ফতেপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শ্রীপতি স্ত্রী ও সন্তানদের নিয়ে সাঁওতালি যাত্রা দেখতে গিয়েছিলেন ডাভা গ্রামে। রাতের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি ফেরার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সময় স্ত্রী–সন্তানরা তার সঙ্গে ছিলেন না বলে জানা গিয়েছে।
হঠাৎ প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে যায় শ্রীপতির। গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। সকাল প্রায় ন’টা নাগাদ তাকে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, শ্রীপতি হেমব্রমের মৃত্যুকে কেন্দ্র করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Post Comment