নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
স্বাধীনতা দিবসের আগের দিন (১৪ আগস্ট) পুরুলিয়ায় বৃষ্টির চিত্র ছিল বিক্ষিপ্ত। জেলার কয়েকটি এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হলেও বেশ কিছু বৃষ্টিমাপক কেন্দ্রে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। ফলে সামগ্রিক গড় বৃষ্টিপাত আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ০, জয়পুর – ৮.৩, ঝালদা – ৫.০, বাঘমুণ্ডি – ৩২.২, মানবাজার – ২০.০, বলরামপুর – ১৭.২, বরাবাজার – ১৩.০, নিতুড়িয়া – ০, সাঁতুড়ি – ০, পুঞ্চা – ১৫.০, হুড়া – ০, কাশীপুর – ০, পাড়া – ০। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৮.৫২ মিমি।
জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩৩.২° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫° সেলসিয়াস।
Post Comment