নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
আবারও বিক্ষিপ্ত বৃষ্টির ছবি পুরুলিয়ায়। বুধবার জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৯.৮৩ মিলিমিটার। তবে বেশির ভাগ জায়গায় শূন্য থাকলেও নিতুড়িয়া ও সাঁতুড়ি ভিজল একেবারে জোর বৃষ্টিতে। নিতুড়িয়ায় ৪২ মিলিমিটার আর সাঁতুড়িতে নেমেছে সর্বাধিক ৬৬.২ মিলিমিটার বৃষ্টি। পুঞ্চায় ৪.৪ মিলিমিটার এবং পাড়ায় ১৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি ৯টি স্টেশনেই একফোঁটাও বৃষ্টি হয়নি।
তাপমাত্রার দিক থেকে গুমোট ভাব থেকেই গিয়েছে। সর্বোচ্চ ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
Post Comment