নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মঙ্গলবার সামান্য হলেও বৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। জেলার বেশিরভাগ জায়গাই শুকনো থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বাঘমুন্ডি ও পাড়ায়। বাঘমুন্ডিতে বৃষ্টিপাত হয়েছে ১.২ মিলিমিটার এবং পাড়ায় ১২.৬ মিলিমিটার। অন্য ১১টি স্টেশনে বৃষ্টির অঙ্ক শূন্য। ফলে গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ১.০৬ মিলিমিটার।
এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্র গরমে নাজেহাল মানুষ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা ফের বাংলার দিকে সরতে শুরু করেছে। ফলে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
Post Comment