নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বাসের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী মামা – ভাগ্নে। সোমবার ভোরবেলা বাইকে করে সিন্দ্রি থেকে হরিনাম সংকীর্তন শেষে বাড়ি ফিরছিলেন মামা কিংকর পরামানিক ও ভাগ্নে দীপক পরামানিক। তাদের বাড়ি বলরামপুর থানার পুরুডি গ্রামে।
বরাবাজার কালাচাঁদপুর গ্রামের অদূরে জঙ্গলের রাস্তায় দ্রুত গতিতে আসা এক বাসের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের ফলে বাইকে থাকা দুজনেই রাস্তার ধারে ছিটকে পড়েন। স্থানীয় ও পুলিশি তৎপরতায় তাদের উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য মামা ও ভাগ্নেকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কোন বাস তাদের ধাক্কা মেরেছে তা জানা যায়নি।
Post Comment