insta logo
Loading ...
×

বালি ভর্তি ৪০টি ট্রাক্টর আটক

বালি ভর্তি ৪০টি ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

রাস্তার গা ঘেঁষে অবাধে তোলা হচ্ছে বালি। যেকোনো সময় রাস্তা নদী গর্ভে চলে যেতে পারে। এই অভিযোগ তুলে বালি বোঝাই ৪০টি ট্রাক্টরকে আটকে বিক্ষোভ দেখালেন আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রামের বাসিন্দারা। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সরকার কাটাবেড়া নদী ঘাটে নতুন করে বালি তোলার অনুমতি দিয়েছে হুগলির এক সংস্থাকে।এক মাস ধরে এই ঘাট থেকে বালি উত্তোলন চলছে। অভিযোগ, সেই ঘাটে বালি উত্তোলন না করে ,বালি তোলা হচ্ছে দুকিমি দূরে তুম্বাঝালদা মৌজার দেউলবেড়া এলাকায়।গ্রামবাসীদের অভিযোগ, ডাবরা থেকে দেউলবেড়া পর্যন্ত রাস্তার পাশ দিয়ে অবাধে তোলা হচ্ছে বালি। তাদের আশঙ্কা, এতে রাস্তা নদীগর্ভে চলে গিয়ে বন্ধ হয়ে যাবে যাতায়াত। গ্রামবাসীদের সাথে আলোচনা না করেই অবৈধ ভাবে বালি উত্তোলন তে চলছে। তাই এদিন বালি বোঝাই ৪০টি ট্রাক্টরকে আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

তুম্বাঝালদা গ্রামের অচিন্ত্য মাহাত, বুলেট মাহাতোরা জানান, “রাস্তার পাশদিয়ে এভাবে বালি উত্তোলন চললে, অচিরেই রাস্তাটি নদীগর্ভে চলে যাবে। তাছাড়া দেউলবেড়া নদী ঘাটেই রয়েছে সিন্দরী চাষ মোড় ও কুদাগাড়া জল প্রকল্প। বালি উত্তোলনের ফলে জল প্রকল্পেও প্রভাব পড়বে।”

তুম্বাঝালদা গ্রামের আর এক বাসিন্দা ভগতু মাহাত জানান, “বাউন্ডারি দিয়ে বালিঘাট চিহ্নিতকরণের কথা বলা হলেও, সেই কাজ করেনি ওই বালি উত্তোলনকারী সংস্থা। ফলে কয়েকশো ট্রাক্টর যেখানে সেখানে বালি উত্তোলন করে চলেছে।”

প্রসঙ্গত কয়েক দিন আগে পুরুলিয়া ১ নং ব্লকের গাড়াফুসড়ো গ্রামের বাসিন্দারা বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে পথে নেমেছিলেন। এবার পথে নামলেন আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রামের বাসিন্দারা। বারবার গ্রামের বাসিন্দারা পথে নামায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধূসুদন মাহাত জানান, “যেখানে বালি তোলা হচ্ছে, সেখানে অনেকের রায়তি জমি আছে, যা এখন হয়তো নদীর মধ্যে, কিন্তু জমির মালিকদের সাথে আলোচনা না করে এবং বালি তোলার বৈধ এলাকার ডিমার্কেশন না করে কীভাবে বালি তোলা হচ্ছে সেটাই আশ্চর্যের।

অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তথা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জেলা আধিকারিক রাজেশ রাঠোর বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই।”

Post Comment