নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ফের অবৈধ বালি পাচার রুখল পুলিশ। বালি ভর্তি একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল ঝালদা থানার তুলিন ফাঁড়ির পুলিশ। শালদহ নদীর মেট্যালা ঘাট থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন চলছে। শনিবার রাতে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দেখে ট্রাক্টর ছেড়ে চালক পালিয়ে যায়। ৯০ সিএফ টি বালি বোঝাই ওই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
Post Comment