নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ফের বালি পাচার রুখল পুলিশ।
বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল ঝালদা থানা। সোমবার রাতে মাহাতোমারার দিক থেকে ঝালদার দিকে একটি বুঝতে পেরে পুলিশ ধাওয়া করে। পুলিশ ধাওয়া করছে দেখে কাঁশরা মোড়ে বালি বোঝাই ট্রাক্টরটি থামিয়ে চালক পালিয়ে যায়। ৯০ সিএফটি বালি বোঝাই ওই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে।
Post Comment