নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি ও আড়শা :
বৈধ নথিপত্র না থাকায় রবিবার পুরুলিয়ার বাঘমুন্ডি ও আড়শা থানার পুলিশ দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। দুই ঘটনাতেই চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে বাঘমুন্ডি থানার তপোবন মোড় এলাকায় রাঙামাটি গ্রামের দিক থেকে বালি নিয়ে আসা একটি ট্রাক্টরকে থামাতে গেলে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। এরপর পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, রবিবার দুপুরে আড়শা থানার পুলিশ টহলদারির সময় রামজীবনপুর গ্রামে মিসিরডি মোড়ের দিকে যাওয়া আরেকটি বালি বোঝাই ট্রাক্টরকে থামানোর চেষ্টা করে। তখনও একইভাবে ট্রাক্টর ফেলে চালক ও মালিক পালিয়ে যায়। পুলিশ ওই ট্রাক্টরটিকেও বাজেয়াপ্ত করেছে।
এই ধরনের অভিযান চলতে থাকবে বলেই জানিয়েছেন দুই থানার আধিকারিকরা।
Post Comment