insta logo
Loading ...
×

বালিকাকে যৌন হেনস্থা, বৃদ্ধ গ্রেফতার

বালিকাকে যৌন হেনস্থা, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ঘরের ভেতর ডেকে এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সদর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম তন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের রাজাবাঁধ পাড়ায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে সোমবার রাতে পকসো আইনে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ১২-র ওই বালিকাকে সম্প্রতি আদরের ছলে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ, এরপরই তিনি অশালীন আচরণ করেন। বালিকাটি বাড়ি ফিরে ঘটনাটি জানালে, তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

Post Comment