নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা :
বামনি জলপ্রপাতে মঙ্গলবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কানালি গ্রামের এক যুবক । জানা গেছে, ১৯ বছর বয়সী রাকেশ মাহাতো, পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত কানালি গ্রামের বাসিন্দা, তার দুই বন্ধুর সঙ্গে জলপ্রপাতে বেড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য রাকেশকে পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
Post Comment