নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
অজ্ঞাত পরিচয় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত লিকি গ্রামের অদূরে বান্দোয়ান–কাটিন রাজ্য সড়কে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রাণকৃষ্ণ মাহাত (৮০)। তার বাড়ি বান্দোয়ান থানার সাগা সুপুরডি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। হেলমেট না থাকার কারণে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং রাস্তায় রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বান্দোয়ান থানার পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করা হয়েছে। তবে ধাক্কা মারা গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ।











Post Comment