insta logo
Loading ...
×

বান্দোয়ানে বজ্রপাতে মৃত দুই কিশোর

বান্দোয়ানে বজ্রপাতে মৃত দুই কিশোর

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

দুর্যোগের দিনে বিকাল বেলায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো ২ জনের। তারা ২ জনই কিশোর। পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের কুঁচিয়াতে শনিবার মধ্য রাতে এই ঘটনায় শোকের আবহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের নাম শুসেন হেমব্রম (১৬) ও জয়ন্ত মুর্মু (১৪)। তাদের বাড়ি ওই কুঁচিয়ার কাছে কুয়েরডিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা শনিবার বিকালে
কুঁচিয়া সিআরপিএফ ক্যাম্পের পাশে গরু চরাতে যায়। সেই সময় বজ্রপাতে ঝলসে গিয়ে তারা চাষের জমিতে লুটিয়ে পড়ে। রাত পর্যন্ত সেখানেই পড়ে থাকে ওই দুই কিশোর। বাড়ির লোকজন তাদেরকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। সন্ধ্যার পর থেকে বহু খোঁজাখুঁজি করার পর ওই চাষের জমিতে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। রাতেই তাদেরকে দ্রুত বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু তাদেরকে সেখানে আনার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই রাতেই হাসপাতালে যান বান্দোয়ানের বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি রাজীবলোচন সরেন।

Post Comment