insta logo
Loading ...
×

বান্দোয়ানে পাগলা কুকুরের কামড়ে গুরুতর জখম বৃদ্ধা, মুখে পড়েছে ৮টি সেলাই

বান্দোয়ানে পাগলা কুকুরের কামড়ে গুরুতর জখম বৃদ্ধা, মুখে পড়েছে ৮টি সেলাই

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

পাগলা কুকুরের হানায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত পোড়াডি গ্রামে। আহত বৃদ্ধার নাম সুশীলা সিং।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সুশীলা দেবী রাতের বেলা বাড়ির বারান্দায় খাটিয়ায় ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার গোঙানির আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা বাইরে এসে দেখেন, একটি কুকুর খাটিয়া থেকে লাফিয়ে পালিয়ে যাচ্ছে। পরে তাঁরা দেখতে পান, বৃদ্ধার মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় রয়েছে।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, বৃদ্ধার মুখে একাধিক জায়গায় মোট ৮টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তাঁর নাতি বির সিং জানান, চিকিৎসাধীন অবস্থায় তাঁর ঠাকুমার অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কা কাটেনি।

এই ঘটনার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তবে ঘটনার পর ওই কুকুরটির আর কোনো খোঁজ মেলেনি।
স্থানীয় প্রশাসনের কাছে কুকুরটিকে ধরার জন্য দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Post Comment