insta logo
Loading ...
×

বান্দোয়ানে জখম ময়ূরকে উদ্ধার বনদপ্তরের

বান্দোয়ানে জখম ময়ূরকে উদ্ধার বনদপ্তরের

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

জঙ্গলের পাশ থেকে জখম ময়ূরকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকালে কংসাবতী দক্ষিণ বনবিভাগের যমুনা বনাঞ্চলের নান্না বিটের দুলুকডি থেকে ময়ূরটিকে উদ্ধার করেন বনকর্মীরা। আপাতত ময়ূরটিকে একটি এনক্লোজারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন থেকেই চলছে টানা বৃষ্টি। এদিনও সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি পড়েছিল। সকালের দিকে জঙ্গলের কাছে আহত ময়ূরটিকে দেখতে পান গ্রামের বাসিন্দা রামপদ সিং সর্দার। জঙ্গলের পাশে রীতিমতো ঝিমোচ্ছিলো ময়ূরটি। কাছাকাছি যেতেই তিনি বুঝতে পারেন ময়ূরটি আহত রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ময়ূরটিকে দেখতে ভিড় করেন অনেকেই। জঙ্গল থেকে ময়ুরটিকে গ্রামে নিয়ে আসেন রামপদ। তার কথায়, “ভেবে ছিলাম বৃষ্টিতে ভিজে হয়তো বসে রয়েছে। কিন্তু কাছাকাছি গেলেও উড়ে না যাওয়ায় বুঝতে পারি অসুস্থ আছে। সেখান থেকে ময়ূরটিকে নিয়ে এসে গোটা বিষয়টি বন দফতরকে জানায়।” খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নান্না বিটের বনকর্মীরা গিয়ে উদ্ধার করে যমুনা বনাঞ্চলের বান্দোয়ানের অফিসে নিয়ে আসা হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয়। তবে জাতীয় পাখিকে বাঁচানোর জন্য রামপদর কাজের সাধুবাদ জানিয়েছে বনদফতর। বনদফতর জানিয়েছে, একটি ডানায় ক্ষত থাকায় উড়তে পারছিলনা ময়ূরটি। তবে সুস্থ হয়ে গেলেই আবার জঙ্গলে ফেরানো হবে বলে জানিয়েছে বনদফতর।

Post Comment