নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃতের নাম নারায়ণ মাহাতো (৪০)। বাড়ি বান্দোয়ান থানার তালপাত গ্রামে।
পুলিশ সূত্রে খবর, তালপাত গ্রামে সড়কের ধারে হাঁটছিলেন নারায়ণবাবু। সেই সময় হঠাৎই একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ দ্রুত গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এখনও পর্যন্ত ওই গাড়ি বা চালকের খোঁজ মেলেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।











Post Comment