নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
পুরুলিয়ার বান্দোয়ানে একই পরিবারের মা ও তিন কন্যার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পিয়া গরাঁই (৩০) ও তাঁর তিন মেয়ে বৈশাখী (১৩), পল্লবী (১০) এবং সৌরভী (৬)। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে পিয়ার স্বামী আনন্দ গরাঁই স্ত্রী ও সন্তানদের অচৈতন্য অবস্থায় দেখতে পান। তাঁদের দ্রুত বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, ওই রাতে সকলে পোকড়ি-মুড়ি খেয়ে ছিলেন। তবে আনন্দবাবুর অসুস্থ বৃদ্ধ বাবা কিছু খাননি। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
আনন্দ গরাঁই ঝাড়খণ্ডের হাটে সবজি বিক্রি করে সংসার চালাতেন। অভাব অনটন নিত্যসঙ্গী। বড় মেয়ে বৈশাখী ষষ্ঠ শ্রেণিতে, পল্লবী চতুর্থ শ্রেণিতে আর ছোট মেয়ে সৌরভী প্রাক-প্রাথমিকে পড়ত। এলাকার বাসিন্দারা বলছেন, “পুজোর আগে এমন মর্মান্তিক দৃশ্য গ্রামের ইতিহাসে হয়তো ঘটেনি।” আনন্দবাবুর বক্তব্য, “কীভাবে এরকম হল কিছুই বুঝতে পারছি না।” ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
Post Comment