নিজস্ব প্রতিনিধি , আড়শা:
চেন্নাই থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে মাঝপথেই থেমে গেল বলরাম মাঝি (৩৭)র জীবন। অন্ধ্রপ্রদেশের কাভালি স্টেশনের কাছে মৃত্যু হল আড়শা থানার ছকুডি গ্রামের ওই পরিযায়ী শ্রমিকের।
বুধবার সকালে বলরামের দাদা গুরুপদ মাঝির মোবাইলে আসে ভাইয়ের মৃত্যুসংবাদ। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে। পাঁচজন গ্রামবাসী ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে রওনা হয়েছেন বলরামের দেহ আনতে।
ঘটনার খবর ছড়াতেই ছকুডি গ্রামে পৌঁছান সিপিএম ও ডিওয়াইএফআই নেতৃত্ব। জেলা সম্পাদক চিরঞ্জিত মুখার্জি জানান, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
চার বছর ধরে চেন্নাইয়ের একটি নির্মাণ সংস্থায় কাজ করছিলেন বলরাম। পরিবারে স্ত্রী ও দু’টি ছোট সন্তান রয়েছে।
গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বলরামের হঠাৎ মৃত্যুতে বাকরুদ্ধ সকলে।
Post Comment