insta logo
Loading ...
×

বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ দুই বোন,ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য

বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ দুই বোন,ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ দুই বোন।
ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য।একেবারে পুরুলিয়া শহরের বুকে এমন ঘটনা ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গেছে টোটোতে চেপে বাড়ি ফিরছিল দুই বোন। দিদির বয়স ১২ বছর, আর বোনের ৮ বছর। কিন্তু বাড়ি আর ফেরেনি তারা। বুধবার পরিবার পুরুলিয়া সদর থানায় স অভিযোগ দায়ের করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

নিখোঁজ দুই কন্যার বাবা জানান, স্ত্রীকে ডাক্তার দেখাতে তারা তিন মেয়েকে সঙ্গে করে পুরুলিয়ায় এসেছিলেন। চিকিৎসা শেষে দুপুরে বড় ও মেজো মেয়েকে টোটোতে করে বাড়ি পাঠান। পরে স্ত্রী ও ছোটো মেয়েকেও টোটোতে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। তিনি নিজে ছিলেন সাইকেলে। কিন্তু বাড়িতে পৌঁছে দেখেন, দুই মেয়ের কোনো খোঁজ নেই। প্রতিবেশীরাও তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। পুলিশ খোঁজ শুরু করেছে এবং রেল পুলিশের সাথেও যোগাযোগ করা হয়েছে।

অন্যদিকে বলরামপুর ও টামনা এলাকায় দুই কিশোরীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। উভয় স্থানেই নিখোঁজ কিশোরীরা কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছে। টামনা থানা অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে।

Post Comment