নিজস্ব প্রতিনিধি , ঝালদা:
বাড়ির সামনের রাস্তায় আবর্জনা ফেলতে নিষেধ করায় চড়া মূল্য দিতে হল এক দম্পতিকে। অভিযোগ, প্রতিবেশী এক দম্পতি তাঁদের মারধর করেছে। রবিবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝালদা থানার জারগো গ্রামের বাসিন্দা করুণা মাহাত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করুণা দেবীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের বাড়ির সামনে আবর্জনা ফেলতেন প্রতিবেশীরা। এদিন ওই কাজ করতে বাধা দেওয়ায় শুরু হয় বচসা। পরে তা গড়ায় মারধরে। করুণা দেবীর দাবি, তাঁর স্বামীকেও লাঠি দিয়ে মারা হয়।
ঝালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
Post Comment