insta logo
Loading ...
×

বাড়িতে ঢুকে গৃহবধূকে এ কী করল আত্মীয়? হুলুস্থুল বরাবাজারের গ্রামে

বাড়িতে ঢুকে গৃহবধূকে এ কী করল আত্মীয়? হুলুস্থুল বরাবাজারের গ্রামে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

দিনেরবেলা বাড়িতে ঢুকে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পুরুলিয়ার বরাবাজার থানার বড়রা গ্রামে। এই ঘটনার জেরে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

আক্রান্ত বধূ রিঙ্কু গোপ ওইদিন সন্ধ্যায় বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কমলপুর থানার কাসমার গ্রামের বাসিন্দা সূর্য্য গোপের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগকারিণী জানান, বুধবার দুপুরে তিনি একাই বাড়িতে ছিলেন। সেই সময় আচমকা অভিযুক্ত যুবক বাড়িতে প্রবেশ করে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে এবং পরবর্তী সময়ে হামলা চালায়। পালানোর চেষ্টা করলে তাঁর পিঠে আটকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পরবর্তীতে মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় রিঙ্কু দেবীকে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।তবে ঠিক কী কারণে ওই মহিলার উপর এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ।

Post Comment