নিজস্ব সংবাদদাতা, পাড়া:
বাড়িতে মজুত করে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম ধনু বাউরি। তাঁর বাড়ি পাড়া থানার নডিহা গ্রামে।
মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে ওই গ্রামে বেআইনি মদের কারবার চলছে। এরপরই পাড়া থানার পুলিশের একটি দল হানা দেয় ধৃতের বাড়িতে। সেখানে তল্লাশিতে উদ্ধার হয় মোট ১২ বোতল দেশি মদ। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকেই মদ বিক্রি করতেন ধনু।
ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment