insta logo
Loading ...
×

বাড়ছে তাপমাত্রা, কেমন বৃষ্টি পুরুলিয়া জুড়ে?

বাড়ছে তাপমাত্রা, কেমন বৃষ্টি পুরুলিয়া জুড়ে?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও পুরুলিয়ায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে পুঞ্চায়— ২৩ মি.মি। কাশিপুরে হয়েছে ১৭.৪ মি.মি., মানবাজারে ১০ মি.মি. এবং হাতোয়াড়ায় ৮.৮ মি.মি। ঝালদা, বাঘমুণ্ডি, হুড়া ও পাড়ায় ৩–৫ মি.মি. বৃষ্টি হয়েছে। অন্যদিকে জয়পুর, বলরামপুর, বরাবাজার ও সাঁতুড়িতে একফোঁটাও বৃষ্টি হয়নি।

সব মিলিয়ে বৃহস্পতিবার জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৫.৮ মি.মি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের কাছাকাছি— সর্বোচ্চ ৩১.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Post Comment