insta logo
Loading ...
×

বাটা থেকে ট্যাংরা, বর্ষণেরজেরে মানবাজারে একেবারে সস্তা মাছ

বাটা থেকে ট্যাংরা, বর্ষণেরজেরে মানবাজারে একেবারে সস্তা মাছ

অমরেশ দত্ত, মানবাজার:


সেই মঙ্গলবার রাত থেকে টানা চার দিনের প্রবল বর্ষণে জলমগ্ন গোটা পুরুলিয়া। টানা বৃষ্টিতে নদীতে বেড়েছে জলস্তর। আর বর্ষা আসতেই নানা ধরনের ছোট মাছের দেখা মিলল মানবাজার কৃষক বাজারে। কি নেই সেখানে? বাটা , পুঁটি, ট্যাংরা থেকে পাবদা সহ নানা ধরনের ছোট সাইজের মাছ। নানা ধরনের দেশি ছোট মাছে ছয়লাপ বাজার । দামও কম হওয়ায় ইচ্ছা মতো মাছ কিনছেন সাধারণ মানুষজন। জানা গিয়েছে, বাটা, পুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। ট্যাংরা ২০০ টাকা, পাবদা ২৫০ টাকা কেজি। মাছ বিক্রেতা মলয় রজক জানান, টানা বৃষ্টিতে নদীর মাছের আমদানি বেশি হওয়ায় দামেও সস্তা। বিক্রিও হচ্ছে ভালো । মানবাজার পোদ্দারপাড়ার বাসিন্দা অরুন দত্ত বলেন, “বাজারে মাছ নিতে এসেছি, ছোট মাছের আমদানি বেশি। অনেক দিন পর ছোট মাছ পেয়ে তা কিনলাম। এই মাছের স্বাদেই আলাদা।” পাশাপাশি পুরুলিয়ার বড়হাট থেকে মানবাজার, আদ্রা, রঘুনাথপুর, কাশীপুর, বলরামপুর বাজার সবর্ত্রই ছোট মাছের আমদানি দেখা গিয়েছে।

Post Comment