নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
বাড়ি ফেরার পথে বাজ পড়ে জখম হলেন এক যুবক। জখম যুবকের নাম বিষ্ণুপদ মাহাত। তার বাড়ি বলরামপুর থানার সুপুরডি গ্রামে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই যুবক লায়াডি থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে জখম হন। স্থানীয় বাসিন্দারা ,তাকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।
Post Comment