দেবীলাল মাহাত, আড়শা:
উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষ ও তার পরিচর্যা বিষয়ে দু’দিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আড়শায়। মঙ্গলবার ও বুধবার আড়শা ব্লক মৎস্য দপ্তর ও কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র আতমার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আড়শা ব্লকের তিলাইট্যাড় গ্রামে। দুদিনের প্রশিক্ষণ শিবিরের শেষ দিন বুধবার তিলাইট্যাড় ড্যামে মৎস্য চাষে চাষিদের উৎসাহিত করতে ১৫ জন চাষির হাতে ৩০০ কেজি ‘ভারতীয় প্রধান কার্প ‘ জাতের মাছের চারা তুলে দেন মৎস্য ও আতমা প্রকল্পের আধিকারিকেরা। সাথে সাথে দুদিনের প্রশিক্ষণ শিবিরের শেষে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র ও মৎস্য চাষের বিভিন্ন উপকরণ। বিজ্ঞান সম্মত ভাবে মাছ চাষ , সরকারি পরিচয়পত্র ব্যবস্থা ও মাছ চাষে সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে চাষিদের অবহিত করা হয় শিবিরে । জলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তা কী ভাবে বাড়ানো যায় তাও শেখানো হয় শিবিরে। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক মাঝি, আড়শা ব্লকের আতমা প্রকল্পের চেয়ারম্যান সুষেণ মাঝি, ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক তুষার কান্তি মন্ডল,আতমা প্রকল্পের জেলা আধিকারিক সুমন্ত সেন , আড়শা ব্লক ক্ষুদ্র জল বাহিত সেচ প্রকল্পের ফিসারি এক্সপার্ট সঙ্গীতা মাইতি সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা। আড়শা ব্লক সহ কৃষি অধিকর্তা কৌশিক মাঝি জানান, “চাষিদের মৎস্য চাষে উৎসাহিত করতেই শিবিরের আয়োজন করা হয়েছিল। মৎস্য ও আতমা প্রকল্পের মাধ্যমে ১৫ জন চাষির হাতে ৩০০কেজি মাছের চারা তুলে দেওয়া হয়। পরবর্তী কালে এই মাছ বিক্রি করে লাভবান হবেন চাষিরা।”
Post Comment