বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর
২০২৪ এর শেষ সময় থেকেই খবরের শিরোনামে বন্য প্রাণ বাঘের খবর।
এবার সরস্বতী পুজোতেও বাংলা ঝাড়খন্ড সীমান্তে ঘোরাঘুরি করছে বাঘ।
বাঘিনী জিনাতের পর ৩১শে ডিসেম্বর ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চলের বালিডি তুলগ্রাম জঙ্গলে দ্বিতীয় বাঘের কাহিনী চান্ডিল বাসিন্দাদের মনে বিশেষ ছাপ ছেড়ে গিয়েছে। সেই বাঘ বেরোনোর ঘটনা থেকেই তৈরি হচ্ছে চান্ডিলের একটি ক্লাবের সরস্বতী পুজোতে মন্ডপের থিম সেই বন্যপ্রাণ। এমনটাই বলছেন পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত রাঙ্গাডি গ্রামের মূর্তি শিল্পী পূর্ণ কুমার। ঝাড়খণ্ডের চান্ডিল থানার অন্তর্গত একটি ক্লাবের সরস্বতী পুজোর থিমের কাজ ফুটিয়ে তুলছেন পুরুলিয়ার বলরামপুরের এই মূর্তি শিল্পী।
তিনি বলেন, “প্রত্যেক বছরের মতো এবছরও সরস্বতী প্রতিমা বানানোর বরাত পেয়েছি। বেশ ভালো বাজার না হলেও গত বছরের মতোই বরাত রয়েছে এ বছর। যেখানে ১০০০ থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত দামের মূর্তি বানানো হয়েছে।
বলরামপুর ছাড়া পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের চান্ডিল থেকে একটি থিমের পুজোর বরাত পাওয়া গিয়েছে। ওই ক্লাবের এ বছরের পুজোর থিম হল বন্যপ্রাণী বা বন্য জীবজন্তুর ক্ষতি করলে তারাও মানব সমাজের ক্ষতি করবে। বলা যেতে পারে বন জঙ্গল নষ্ট করলে বন্যপ্রাণ তোমায় ছাড়বে না। চন্ডিলের ওই ক্লাবে মূর্তির পাশাপাশি সর্বমোট কুড়ি হাজার টাকার সমস্ত থিমের কাজের বরাত পাওয়া গিয়েছে।”
Post Comment