নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি
বাঘমুন্ডি বিডিও কার্যালয়ে ঝামেলা পাকানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃতদের নাম বুদ্দেশ্বর তন্তুবাই ও রাজু তন্তুবাই। দু’জনেই বাঘমুন্ডি থানার অন্তর্গত সরাকডি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে অভিযুক্তরা বিডিও কার্যালয়ে গিয়ে হঠাৎ উত্তেজনা ছড়ান বলে অভিযোগ। বিডিও আর্য তা-র দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, সরকারি দপ্তরে ঢুকে ওই দু’জন প্রথমে বচসা বাধায়। পরে সরকারি সম্পত্তি ভাঙচুর করে এবং কয়েকজন কর্মীকে শারীরিকভাবে নিগ্রহ করে। ঘটনার পরেই বিডিও থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার ধৃত দু’জনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে বিডিও কার্যালয় চত্বরে নজরদারি আরও কড়া করা হয়েছে।
Post Comment