নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
শিবমন্দিরে পুজো দিতে এসে চুরি গেল তরুণীর মোটরবাইক। ঘটনাটি ঘটেছে অযোধ্যা পাহাড়তলির লহরিয়া শিবমন্দির প্রাঙ্গণে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুঘরুঘুটু গ্রামের বাসিন্দা আরতী টুডু গত সোমবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মন্দিরে পুজো দিতে এসে বাইকটি মন্দির চত্বরে রেখে যান। পুজো শেষে বাইরে এসে তিনি দেখেন, যথাস্থানে নেই তার মোটরবাইক। এরপর আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। রবিবার বাঘমুন্ডি থানায় এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।









Post Comment