insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে শাঁখামুটি সাপ উদ্ধার

বাঘমুন্ডিতে শাঁখামুটি সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি :

বাঘমুন্ডির পেড়েতোড়াং গ্রাম থেকে উদ্ধার করা হল এক বিষধর ব্যান্ডেড ক্রাইট (বাংলায় সাধারণভাবে শাঁখামুটি নামে পরিচিত) সাপ। সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় সাড়ে তিন কেজি।

স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেতের পাশে সাপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে সতর্কতার সঙ্গে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।

ব্যান্ডেড ক্রাইট একটি নিশাচর ও অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ, যা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। তবে বর্ষার সময়ে এরা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে।

বনদফতর সূত্রে জানানো হয়েছে, “গ্রামবাসীরা যে সচেতনভাবে সাপটি হত্যা না করে উদ্ধারের উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সাপ বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

Post Comment