নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন
যুবলীগের কনভেনশন হলো বাঘমুন্ডিতে। শনিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের
টি.ইউ.সি.সি বাঘমুন্ডি লোকাল কমিটির কার্যালয়ে এই কনভেনশন হয়। কনভেনশনে যুবলীগের নতুন কমিটি গঠন করে বেশ কিছু সাংগঠনিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের বিষয়টি গুরুত্বপূর্ণ। যুবলীগ রাজ্য কমিটির সভাপতি দেবরঞ্জন মাহাতো বলেন , “বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি সেখানে আগামী দিনের বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা সঠিকভাবে চাকরি পাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন। পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েদের যথাযোগ্য কর্মসংস্থানের দাবিতে আগামী দিনের যুবলীগ আন্দোলনে নামবে।” সেইসঙ্গে নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক প্যানেল গঠন করার কথা বলেন তিনি। এরই পাশাপাশি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যুবলীগ লড়াই আন্দোলন চালিয়ে যাবে একথাও জানান। কনভেনশনে উপস্থিত ছিলেন যুবলীগের পুরুলিয়া জেলা
সম্পাদকমন্ডলীর সদস্য মুকেশ দাস, ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য তথা বাঘমুন্ডি লোকাল কমিটির আহ্বায়ক জয় সিং মাহাতো প্রমুখ।

বাঘমুন্ডিতে যুবলীগেরকনভেনশনে কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের ঘোষণা
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment