নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
গবাদি পশু মাঠে চরাবার সময় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অশ্বিনীকুমার মাহাত (৬০)। বাড়ি বাঘমুন্ডি থানার নীলট্যাড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে ওই বৃদ্ধ মাঠে গবাদি পশু চরাতে যান । ফেরার সময় তিনি বজ্রপাতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত পরিবারের লোকজন পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে বুধবার দেবেন মাহাত গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
Post Comment