নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রবিবার পুরুলিয়া জেলার বেশিরভাগ অংশে তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও, একা বাঘমুণ্ডিতে প্রকৃতি যেন বর্ষার খাতির দেখিয়েছে পুরোমাত্রায়। এই ব্লকেই দিনের শেষ পর্যন্ত রেকর্ড করা হয়েছে ১৩০.২ মিলিমিটার বৃষ্টিপাত, যা জেলার গড় বৃষ্টিপাতের (২২.৩৮ মিমি) তুলনায় অনেক বেশি। অন্যদিকে বলরামপুর ব্লকে বর্ষণের জেরে ৫ টি গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু ভেঙে গেছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এদিন জেলার ১৩টি ব্লকের মধ্যে ৮টি ব্লকে বৃষ্টির পরিমাণ ৩০ মিমিরও কম। জয়পুর ও ঝালদায় একফোঁটাও বৃষ্টির দেখা মেলেনি।
এলাকা ভিত্তিক বৃষ্টিপাতের পরিসংখ্যান:
হাতোয়াড়া – ২.৬ মিমি,
জয়পুর – ০ মিমি,
ঝালদা – ০ মিমি,
বাঘমুণ্ডি – ১৩০.২ মিমি,
মানবাজার – ২৬.০ মিমি,
বলরামপুর – ৬০.২ মিমি,
বরাবাজার – ২৩.০ মিমি,
নিতুড়িয়া – ৭.০ মিমি,
সাঁতুড়ি – ৩.৬ মিমি,
পুঞ্চা – ১০.০ মিমি,
হুড়া – ৫.২ মিমি,
কাশীপুর – ১১.৪ মিমি,
পাড়া – ১১.৮ মিমি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭° সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪.২° সেলসিয়াস।
তবে বাঘমুণ্ডি-সহ কিছু পাহাড়ি অঞ্চলে অতিবর্ষণের ফলে স্থানীয় নদী-ঝোরাগুলিতে জলস্তর বেশ বেড়েছে। নজর রাখা হচ্ছে নিচু এলাকার দিকে যাতে হঠাৎ জলের চাপ সৃষ্টি না হয়।











Post Comment