নিজস্ব প্রতিনিধি,হুড়া:
বাড়ি থেকে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে হুড়া থানার লালপুর – পুঞ্চা রাজ্য সড়কের উপর বড়গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম যাদব চন্দ্র মাহাত (৪০)। তার বাড়ি বড়গ্রামেই।
জানা গিয়েছে, সোমবার মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন। পরে তারা দেখেন রাস্তার ধারে একটি জলাশয়ে বাইক নিয়ে পড়ে আছে সে। খবর দেওয়া হয় হুড়া থানায়। পরে পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করা করে হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ।
Post Comment