নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
দুটি বাইকের সরাসরি ধাক্কা। জখম দুই বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দা থানার পিঁড়রা অঞ্চলের বাঘমারা পোলের কাছে। কেন্দা থানার পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে চাকলতোড় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে একজনের নাম মনোরঞ্জন মাহাতো। মানবাজার থানার চাপাতি গ্রামে তাঁর বাড়ি। অপর জখম ব্যক্তি ঝন্টু বাউরী। তাঁর বাড়ি আড়ষা থানার পুয়াড়া গ্রামে ।
Post Comment