নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দু’জন বাইক আরোহী। শনিবার ঘটনাটি ঘটেছে বান্দোয়ান থানার সাগসুপরুরি মোড় পার হয়ে তুলসিডি রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইকে ছিলেন দুজন। ঘটনায় দুজনেই রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বান্দোয়ান থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশ জানিয়েছে আহত যুবকরা বছর আঠাশের জিতেন মাহাত ও বছর বত্রিশের প্রকাশ মাঝি। তাদের দুজনেরই বাড়ি এই থানার গুড়ুর গ্রামে। এই ঘটনায় ঘাতক ট্রাক্টর ও মোটর বাইকটি আটক করেছে পুলিশ
Post Comment