নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো আড়শা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অর্জুন বাউরী।তার বাড়ি আড়শা থানার ধাদকিডি গ্রামে। নাবালিকার মা ২৩ এপ্রিল ওই যুবকের বিরুদ্ধে আড়শা থানায় তাঁর নাবালিকা কন্যাকে অপহরণের অভিযোগ দায়ের করেন। নাবালিকার মায়ের অভিযোগ, ২২ এপ্রিল দুপুরে মোটরসাইকেলে চাপিয়ে ওই যুবক জোর করে নিয়ে যায় তাঁর মেয়েকে। আড়শা থানার পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে যুবককে। আড়শা এলাকা থেকে কিশোরীকেও উদ্ধার করে। বুধবার জেলা আদালতে তোলা হয় যুবককে। যুবকের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে নাবালিকাকে নিয়ম মেনে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Post Comment