নিজস্ব প্রতিনিধি, পাড়া :
রাস্তা পারাপারের সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাড়া থানার ঝাঁপড়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম শ্যামাপদ মাজি (৪৯) । তার বাড়ি পাড়া থানার লোয়ারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাক্তি রাস্তা পারাপারের সময় এক বাইক আরোহী তাকে ধাক্কা মারে। সাথে সাথেই তিনি রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে সোমবার সকালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝাড়খন্ডের রাঁচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাইকটিকে আটক করেছে পাড়া থানার পুলিশ।








Post Comment