নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
বাইকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী এক বৃদ্ধের। মৃতের নাম বিজয় মাহাতো (৫৭)। তাঁর বাড়ি জয়পুর থানার জাবকাডি গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় এই থানারই ফরেস্ট মোড়ে। দ্রুত বেগে ধাবমান একটি বাইক তাঁকে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাইক আরোহী এই থানার উপরকাহান গ্রামের বাসিন্দা গোপাল মাহাতোও ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।











Post Comment