insta logo
Loading ...
×

বাঁশগড় গ্রামীন হাসপাতাল-ই অসুস্থ, সরব বজরং দল

বাঁশগড় গ্রামীন হাসপাতাল-ই অসুস্থ, সরব বজরং দল

দেবীলাল মাহাতো, বলরামপুর:

এলাকার একমাত্র ব্লক গ্রামীন হাসপাতাল। হাসপাতালের উপর নির্ভরশীল ৩০-৪০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে পরিকাঠামোর অভাবে নিজেই ভুগছে বাঁশগড় গ্রামীন হাসপাতাল। অবিলম্বে হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করার দাবিতে এবার সোচ্চার হলেন বলরামপুরের বজরং দল। মঙ্গলবার ১৪ দফা দাবি নিয়ে হাসপাতালের বিএমওএইচকে স্মারকলিপি দেন তারা। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানীয় জলের ব্যবস্থা , হাসপাতালের পাখা চালু করা সহ ১৪ দফা দাবি এদিন জানানো হয়। বজরং দলের পক্ষ থেকে বিরিঞ্চি কুমার জানান, “বেশ কিছু দিন ধরেই বলরামপুরের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন।

হাসপাতাল চত্বর আগাছা, আবর্জনায় ভরে গিয়েছে। পানীয় জলের নূন্যতম ব্যবস্থা নেই। শৌচাগার গুলো ব্যবহারের অযোগ্য। পাখা গুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। অবিলম্বে দাবি গুলো পূরন না হলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা। কিছুদিন আগেও বলরামপুর বিধানসভার বিজেপির বিধায়ক বানেশ্বর মাহাতো সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছিলেন।

Post Comment