insta logo
Loading ...
×

বলরামপুরে ৮১ পাইপ চুরিতে ধৃত ভিন রাজ্যের যুবক, জড়িত ১৮

বলরামপুরে ৮১ পাইপ চুরিতে ধৃত ভিন রাজ্যের যুবক, জড়িত ১৮

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

জাতীয় সড়কের ধারে চাঞ্চল্যকর পাইপ চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। ধৃতের নাম পিঙ্কু বর্মা। ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় বাইক নিয়ে পালানোর সময় তাকে ধরে ফেলে পুলিশ। এদিনই তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

ঘটনাটি ঘটেছিল রবিবার রাতে। অভিযোগ, বলরামপুর কলেজ ময়দানের পাশে জাতীয় সড়কের ধারে একেবারে ট্রাক দাঁড় করিয়ে ৮১টি জলের পাইপ চুরি করে দুষ্কৃতীরা। চুরির আগে সেখানে দায়িত্বরত এক বেসরকারি নিরাপত্তা রক্ষীকে খাটিয়ায় বেঁধে রেখে যায় তারা। এরপর ট্রাকে পাইপগুলি তুলে চম্পট দেয় তারা।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় প্রায় ১৮ জন দুষ্কৃতী জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তে নেমে দু’দিনের মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পিঙ্কু বর্মাকে জেরা করে চুরিতে জড়িত বাকিদের খোঁজ চলছে। পাশাপাশি চুরি যাওয়া পাইপগুলি উদ্ধারেরও চেষ্টা চালানো হচ্ছে।

Post Comment