insta logo
Loading ...
×

বলরামপুরে মৌমাছির হুলে বিদ্ধ হয়ে জখম একই পরিবারের ৪

বলরামপুরে মৌমাছির হুলে বিদ্ধ হয়ে জখম একই পরিবারের ৪

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


মৌমাছির হামলায় জখম হলেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটা নাগাদ বলরামপুর থানার কেন্দাডি গ্রামে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত বাঁশগড় হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলু কালিন্দী নামে ৬০ বছরের এক বৃদ্ধা তার তিন নাতনি কবিতা কালিন্দি বয়স ১৬ এবং রিয়া কালিন্দি বয়স ৫ ও উষা কালিন্দি বয়স ৭ এদের নিয়ে বাড়ির বাইরে প্রয়োজনীয় কাজে বের হয়েছিলেন। পথে একটি গাছতলা দিয়ে যাওয়ার সময় হঠাৎই মৌমাছির একটি বড় দল তাদের উপর আক্রমণ করে। মুহূর্তের মধ্যে চারজনের শরীরে অসংখ্য হুল ফোটায় মৌমাছিরা। তবে বড়সড় কোন বিপদ হয়নি। সম্প্রতি কাশিপুরে সকালে হাঁটতে বার হয়ে অবসরপ্রাপ্ত আয়কর বিভাগের কর্মচারী
ঝাঁকে ঝাঁকে মৌমাছির কবলে পড়ে মারা যান।

Post Comment