insta logo
Loading ...
×

বলরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন দোকানদার

বলরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন দোকানদার

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি মুদিখানার দোকান। বুধবার দুপুরে এমন ঘটনায় গুরুতরভাবে ঝলসে গেলেন দোকানের মালিক হরিপদ মাহাত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার হাঁসপুর মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হরিপদ মাহাতের বাড়ি লাগোয়া মুদিখানার দোকানে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুন নেভানোর চেষ্টায় নামেন দোকান মালিক নিজেই। সেই সময়ই আগুনে গুরুতরভাবে ঝলসে যান তিনি।

চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও তাতে খুব একটা লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জখম দোকানদার জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা।

আহত দোকান মালিককে প্রথমে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: প্রতীকী

Post Comment