নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বিষহরির পুজোর দিনেই চাঞ্চল্যকর ঘটনায় বিশালাকৃতির একটি গোখরো সাপ উদ্ধার করল বন দপ্তর। রবিবার সকালে পুরুলিয়ার বলরামপুর রেঞ্জের দেউলী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের এক মুরগির খামারে বস্তার আড়ালে সাপটিকে দেখতে পান খামারের মালিক। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেওয়া হয়। পরে বলরামপুর রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচফুট লম্বা বিষধর গোখরো সাপটিকে সাফল্যের সঙ্গে উদ্ধার করেন।
গ্রামবাসীদের দাবি, বিষহরির পুজোর দিনে এই ধরনের বিরল ঘটনা তাদের কাছে দেবীর আশীর্বাদস্বরূপ। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গোখরোকে বনাঞ্চলে নিরাপদে ছেড়ে দেওয়া হবে।
Post Comment