নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলা আবাসের অর্ধনির্মিত ঘরের উপরে ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন এক বটগাছ । বিপাকে পড়েছিলেন বলরামপুর ব্লকের খেঁকড়িডি গ্রামের বাসিন্দা পুস্তি টুডু। শুক্রবার ভেঙে পড়া ঘর পরিদর্শন করলেন বলরামপুর ব্লকের বিডিও সৌগত চৌধুরি । বৃদ্ধা পুস্তি টুডুর সাথে দেখা করে, পাশে থাকার আশ্বাস দেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথেও।
বিডিও জানান, সরকারি নিয়ম অনুযায়ী সবরকম সহযোগিতার পাশাপাশি দ্রুত যাতে ওই বৃদ্ধা মাথার উপর ছাদ পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘদিন আগে স্বামীকে হারিয়েছেন নিঃসন্তান পুস্তি। দিনমজুরি করে দু’বেলার অন্ন যোগাড় করেন। বাংলা আবাসে এ বার এক লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে তাঁর নামে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে ঘর তৈরির কাজ শুরু করেছিলেন পুস্তি। দ্বিতীয় কিস্তির টাকা এলেই ছাদ তুলতেন। কিন্তু তার আগেই তার স্বপ্ন শেষ হয়ে পড়ে । প্রবল বৃষ্টিতে বুধবার গভীর রাতে সেই অর্ধনির্মিত ঘরে ভেঙে পড়ে প্রাচীন এক বট গাছ। বিপাকে পড়েছিলেন তিনি। তবে বিডিওর পরিদর্শনের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বৃদ্ধা পুস্তি টুডু।
Post Comment