নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
লোকালয়ে থেকে একটি বহুরূপী উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা। বুধবার দুপুরে বলরামপুর রেঞ্জের কুড়নি গ্রামে লোকালয়ে সরীসৃপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা সেটিকে উদ্ধার করে বনদফতরে খবর দেন । বনদপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছে ওই বন্যপ্রাণটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দেন।





Post Comment