insta logo
Loading ...
×

বলরামপুরে দুর্ঘটনার কবলে চার চাকার গাড়ি

বলরামপুরে দুর্ঘটনার কবলে চার চাকার গাড়ি

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হল নির্মাণকাজে ব্যবহৃত পাথর বোঝাই একটি চার চাকা গাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বলরামপুর-বাঘমুন্ডি সড়কের বরাভূম স্টেশন সংলগ্ন রাঙাডি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর থেকে বাঘমুন্ডির দিকে যাচ্ছিল পাথর বোঝাই গাড়িটি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে এসে পেছনে থাকা একটি যাত্রীবাহী চার চাকা গাড়িকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে নেমে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সৌভাগ্যবশত, রেল নির্মাণকাজের জন্য রাস্তায় রাখা লোহার খুঁটিতে আটকে গাড়িটি উল্টে যাওয়া থেকে রক্ষা পায়। তবে পেছনে থাকা যাত্রীবাহী গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বলরামপুর থানার পুলিশ। জেসিবি মেশিনের সাহায্যে গাড়ি উদ্ধারের চেষ্টা শুরু হয় এবং বিকেলের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী গাড়ির মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

Post Comment